ভারত থেকে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে এসেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ‘এমভি তানাইস ড্রিম’ ১১ নং চালবাহী জাহাজ ভেড়ানো হয়েছে। প্রথম চালানে জাহাজটিতে ২৪ হাজার ৬৯০ টন বস্তাভর্তি সিদ্ধ চাল রয়েছে।
জানা গেছে, আজ বিকালে ভারত থেকে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ‘এমভি তানাইস ড্রিম’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। আজ সকালে সকাল ৭টার দিকে জাহাজটি বন্দর জেটিতে ভিড়েছে। এই চাল আমাদানি করেছে ‘সেভেন সিজ শিপিং লাইন’ নামের একটি প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরে জাহাজটি ভেড়ার পর চট্টগ্রাম খাদ্য বিভাগের কর্মকর্তারা চাল খালাসের নানা আনুষ্ঠানিকতা শুরু করেন।
সেভেন সীজ শিপিং লাইনের প্রধান নির্বাহী মো: আলী আকবর বলেন, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতেই আমদানিকৃত চাল খালাস শুরু হওয়ার কথা রয়েছে। সব চাল জাহাজ থেকে খালাস করতে ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।