শনিবার, ২৪ মে, ২০২৫

মাদারীপুরের ডাসার

ভুতুড়ে বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

বিশেষ সংবাদ

ভুতুড়ে বিদ্যুৎ বিল আসায় গ্রাহকরা চড়ম বিপদে পড়েছেন। মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রতিটি বিলের কাগজে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় গ্রাহকরা।

বৃহস্পতিবার (২৪ মে) সকালে মাদারীপুরের ডাসার উপজেলায় পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিলের প্রতিবাদ জানানোর জন্য ডাসার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রাহকরা। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিভিন্ন এলাকার শতাধিক গ্রাহক এ বিক্ষোভে অংশ নেয়। তারা লিখিত অভিযোগ দিতে গেলে কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। গ্রাহকরা জানিয়েছে, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বরাবর তারা লিখিত অভিযোগ দেবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মার্চ মাসের বিদ্যুৎ বিল ঠিক থাকলেও এপ্রিল মাসের বিল তৈরিতে গাফিলতি করা হয়। গ্রাহদের বিলের কাগজে অস্বাভাবিক বিল তৈরি করে পৌঁছে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। এতে ক্ষুব্ধ হন সাধারণ গ্রাহকরা।

এরপর ডাসারের পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসে গিয়ে বিক্ষোভ মিছিলে ফেটে পড়েন গ্রাহকরা। এ সময় গ্রাহকরা তাদের বিদ্যুৎ বিলের অস্বাভাবিকতার কারণ সম্পর্কে জানতে চান। গ্রাহকদের তোপের মুখে পড়ে পালিয়ে যায় সংযোগ প্রকৌশলী সুফল কুমার পাল। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ডাসার এলাকার মো: মোতালেব কাজী নামের ভ্যানচালক জানান, তার বাড়ির মিটারে গত মার্চ মাসের বিল এসেছিলো ১ হাজার ৩১৪ টাকা। এপ্রিল মাসের বিল এসেছে তিনগুণেরও বেশি, ৪ হাজার ২৯৩ টাকা। ২ হাজার ৯৭৯ টাকা অতিরিক্ত যোগ করে বিল ইস্যু করে পাঠিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

উপজেলার ধামুসা গ্রামের মো: রাজ্জাক ঢালী নামের আরেকজন গ্রাহক জানান, তার মার্চ মাসের বিল এসেছিলো মাত্র ৫৪৫ টাকা। আর এপ্রিল মাসের বিল এসেছে ২ হাজার ২৭১ টাকা। অর্থাৎ দ্বিগুণেরও বেশি। সাধারণ গ্রাহকরা বিদ্যুতের এই ভূতুড়ে বিলের সমাধান চান বলে জানিয়েছেন তিনি।

ভুতুড়ে বিদ্যুৎ বিলের বিষয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো: জোনাব আলী জানান, ডাসারের সংশ্লিষ্ট অফিস বিদ্যুৎ বিল তৈরি করে। তারাই সকল বিল আদায় করে। তাদেরকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জানান অস্বাভাবিক বিলের ব্যাপারে তার কিছু জানা নেই।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

আদালত চত্বরে মমতাজের ওপর জুতা–ডিম নিক্ষেপ, ৬ দিনের রিমান্ড

মানিকগঞ্জের আদালত প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। একই সঙ্গে তাঁর বিচারের...

প্রেম নয়, মাংসপ্রিয় সৃজিতকে নিয়ে প্রাক্তন স্বস্তিকার খোলামেলা পরামর্শ

টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই স্পষ্টভাষী। প্রাক্তনদের নিয়েও তাঁর ভাবনার কথা প্রকাশে পিছপা হন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও শিরোনামে উঠে এলেন তিনি। মুখ...

জনপ্রিয়

অপরাধ

পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (২৩ মে) দুপুরে নিজের...

নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই, এর বাইরে যাওয়ার সুযোগ নেই

জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা...

পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ...

নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই, এর বাইরে যাওয়ার সুযোগ নেই

জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও...

পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি...

সবজির বাজারে কিছুটা স্বস্তি, নাগালের বাইরে মাছ-মাংস

রাজধানীর বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সাধারণ...

জুলাইয়ের সব লড়াকু রাজনৈতিক শক্তিই ক্ষমতার প্রশ্নে অস্থির হয়ে গেছে

জুলাইয়ের সব লড়াকু রাজনৈতিক শক্তি এখন ক্ষমতার প্রশ্নে অস্থির...