বগুড়ায় ভেজাল ঘি তৈরির দায়ে নিউ গন্ধেশ্বরী ঘি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের রাজাবাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান আকিফ। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রাসেল মিয়াসহ বগুড়া জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান আকিফ বলেন, আমরা তিন দফায় নিউ গন্ধেশ্বরী ঘি নামের একটি প্রতিষ্ঠানের ঘি ল্যাব টেস্ট করি। সেই ল্যাব টেস্টের ফলাফলে ঘিয়ের মধ্যে ডালডা পাওয়া যায়। ভেজাল ঘি তৈরির অপরাধে নিরাপদ খাদ্য আইনে শহরের রাজাবাজারের নিউ গন্ধেশ্বরী ঘি ব্যবসা প্রতিষ্ঠান’কে নগদ তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।