মাদারীপুর সদরে ৪টি বসতবাড়িসহ ১২টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (০৯ মার্চ) দুপুরে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চরব্রাহ্মন্দী গ্রামে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মো: নজরুল বেপারীর স্ত্রী শামিমা বেগম তার রান্নাঘরের চুলা জ্বালিয়ে রাখা অবস্থায় মসলা আনতে বসতঘরে যান। পরে চুলা থেকে পাটখড়িতে আগুন লেগে চারদিকে তা ছড়িয়ে পড়ে। এতে ৪টি বসতবাড়ি, ৪টি রান্নাঘর ও ৪টি গোয়ালঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার জানান, মাদারীপুর সদরে একটি বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ আগুনের সূত্রপাত হয়েছে রান্নাঘর থেকে। এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। আমরা ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি।