মানিকগঞ্জে অ্যাসিড ঝলসে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো: নাঈম মল্লিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার এই রায় দেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা এলাকার মো: নাঈম মল্লিক (৩২)। রায় ঘোষণার সময় আসামি নাঈম আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত সাথী তার স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে নাঈমকে তালাক দেয়। প্রতিহিংসার বশবর্তী হয়ে ২০২২ সালে (২৯ ) জানুয়ারি তার ডিভোর্সী স্ত্রী সাথী আক্তারকে এসিড ছুরে মারলে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ১২ দিন পর মারা যায়। ১৩ জন সাক্ষীর মাধ্যমে অভিযোগ প্রমানিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ডর আদেশ প্রদান করেন আদালত।
মানিকগঞ্জে অ্যাসিড নিক্ষেপ এর ঘটনায় মামলার বাদী লাল মিয়া বলেন, এ রায়ে সন্তোষ প্রকাশ করেছি এবং এই রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানাচ্ছি।