মোটরসাইকেল দুর্ঘটনায় অভিজিৎ হালদার নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত অভিজিৎ হালদার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোস্তফা কামাল জানান, শুক্রবার দুপুর ১২টাার দিকে অভিজিৎ তার বান্ধবীকে নিয়ে মোটরসাইকেল যোগে মাওয়া থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে মোটসোইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আমরা এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অভির মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছি না। তিনি আরও জানান, তার সাথে থাকা অনন্যা হালদার অন্তু নামে আরেক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এদিকে অভিজিৎ এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মাঝে। বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী অনন্যা হালদার অন্তুর দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া ও প্রার্থনা কামনা করেছেন তারা।