রাঙামাটির জুরাছড়িতে শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১টার দিকে জুরাছড়ি উপজেলা এলাকায় এ ঘটনাটি ঘটে। তবে কী কারণে শিক্ষকের মোটরসাইকেলটি পোড়ানো হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
জানা যায়, বিদ্যালয় থেকে ফিরে মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলি চাকমা সদর উপজেলা পরিষদের মোহনা সরকারি আবাসিক ভবনের নিচতলায় প্রতিদিনের মতো মোটরসাইকেলটি রাখেন। রাত ১টার দিকে দুর্বৃত্তরা ওই ভবনের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে বাইকটি পুড়িয়ে দেয়।
শিক্ষক শিউলি চাকমা বলেন, প্রতিদিন তিনি উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মোটরসাইকেল চালিয়ে দুর্গম বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পড়াতে যান। কিন্তু দুর্বৃত্তরা তাঁর বাইকটি পুড়িয়ে দেওয়ায় সে দিশেহারা হয়ে পড়েছেন।
রাঙামাটির জুরাছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মোরশেদ আলম বলেন, ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী শিক্ষক মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।