রাজশাহীর তানোরে জিয়াউর রহমান নামের সাবেক এক যুবলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে উপজেলার বিলশহর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবলীগ নেতা জিয়াউর রহমান তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামের মৃত মো: মোহর মন্ডলের ছেলে। তিনি তালন্দ ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, তালান্দু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হাসান আলীর স্ত্রী মোছা: আয়েশা আক্তার সুমি , একই গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে মো: সোহাগ ইসলাম ও মো: লুৎফর রহমানের ছেলে মো: ফরহাদ হোসেন।
স্থানীয়রা জানান, নিহত জিয়াউর রহমানের মরদেহ বিলশহর এলাকার ১টি দোকানের পাশে থেকে পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে উদ্ধার করে। জিয়াউরের শরীরে হাতে পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত জিয়াউরের বড়ভাই রবিউল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ভাইকে হত্যার করা হয়েছে। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
রাজশাহীর তানোরে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতাকে হত্যার বিষয়ে তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোন মামলা হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।