রাজশাহীতে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ৪ মেয়ে শিশুর জন্ম দিয়েছেন এক মা। জন্মের পর সুস্থ আছে মা’সহ ৪ জন শিশু। তবে মাত্র ৭ মাস বয়সে পৃথিবীর আলো দেখেছে ওই ৪ নবজাতক। এ জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সদ্য জন্ম নেয়া ৪ মেয়ে শিশুকে দেখাশোনা করছেন হাসপাতালের চিকিৎসকরা। রামেক হাসপাতালে ফুটফুটে সেই ৪ শিশুদের দেখতে ভীড় করছেন অন্যান্য ওয়ার্ডের রোগীর স্বজনেরা।
জানা গেছে, রাজশাহীর ধরমপুর পূর্বপাড়ার বাসিন্দা মো: পলাশ আলী ও সোনিয়া খাতুন দম্পতির বিয়ের প্রায় ৬ বছর পর একসাথে ৪ জন মেয়ে সন্তানের জন্ম হয়। দরিদ্র পিতা পলাশ আলী পেশায় একজন পরিচ্ছন্নতা কর্মী। তাই এই সন্তানদের ভরণপোষণের বিষয়টি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন। এজন্য তারা সমাজের বিত্তবানদের কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন।
রাজশাহীতে একসঙ্গে ৪ নবজাতকের জন্মের নিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের চিকিৎসক মো: ওসীফ ইকবাল। তিনি জানিয়েছেন, ৪টি বাচ্চা অনেক আগে জন্ম নেয়ার কারণে এখনো শঙ্কামুক্ত নয়।
এর আগে, গত শুক্রবার (১৪ জুন) সন্ধ্যার দিকে পেটে ব্যথা শুরু হলে সোনিয়া খাতুনকে প্রথমে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে সেই সময় তাকে সিজারিয়ান করে ওই হাসপাতালের চিকিৎসকরা। বর্তমানে মা সোনিয়াসহ ৪ নবজাতক রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।