বগুড়ার শেরপুরে পৌর শহরের কলেজরোড এলাকায় কোচের চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে পৌর শহরের কলেজরোড এলাকার মহাসড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন (৭০) পৌর শহরের উলিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন স’মিল ব্যবসায়ী।
জানা গেছে, কবির হোসেন গতকাল রাত সাড়ে ১১ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজের প্রয়োজনে শেরপুর কলেজরোড এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পার্শে যাচ্ছিলেন। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে সজোড়ে ধাক্কা দিলে তিনি সড়কের উপর পড়ে যান। তৎক্ষনাত একটি কোচ তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার পরিবারের লোকজন এসে লাশটি নিয়ে যায়।