আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান আইনজীবী জেড আই খান পান্না। এ বিষয়ে তিনি বলেন, যদি সুযোগ হয় আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীর জামিন স্থগিতের বিষয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনজীবী পান্না বলেন, আগে ছিলো গণ-মামলা আর এখন হচ্ছে গণ গ্রেফতার উল্লেখ করে তিনি বলেন, গণহারে মামলার সংখ্যা অতীতের যেকোনও সময়ের চেয়ে বর্তমান সময়ে তুলনামূলকভাবে বেড়েছে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।