৫৭ বছর বয়সে এসএসসি পরিক্ষা দিয়ে পাস করেছেন পুলিশ কনস্টেবল আব্দুস সামাদ। ইচ্ছে থাকলে মানুষ সবকিছু করতে পারে। বয়স কখনো ব্যাপারে বাধা হয়ে দাঁড়ায় না, তা প্রমাণ করে দিয়েছেন পুলিশ সদস্য আব্দুস সামাদ।
চাকরি জীবনের শেষ দিকে এসে এসএসসি কারিগরি শাখা থেকে পরীক্ষা দিয়ে জিপিএ-৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তার পুলেশের চাকরির মেয়াদ আছে আর মাত্র ২ বছর ১০ মাস।
বগুড়ার ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন আব্দুস সামাদ। তার বয়স ৫৭ বছর । আব্দুস সামাদের বাড়ি রাজশাহীর বাঘমারা উপজেলার আশরাফপুর গ্রামে।
কনস্টেবল সামাদ জানান, ২ বছর আগে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটে ৯ম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে এ বছর ২০২৪ সালের এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়েছেন।
২ মাস আগে বগুড়া ট্রাফিক পুলিশে যোগদান করেন আব্দুস সামাদ। এর আগে, পাবনার ঈশ্বরদীর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। সেখানে থাকায় ঈশ্বরদী থেকে বিদ্যালয়টি কাছে হওয়ায় নাটোরের লালপুরের একটি ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হন। ওই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন তিনি।
তিনি আরও জানান, চাকরি জীবনের শেষ সময়ে এসে স্ত্রীর অনুপ্রেরণায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছেন।
আব্দুস সামাদের এসএসসি পাশের বিষয়টি জানার পর তার কর্মস্থল ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার আব্দুস সামাদকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে মিষ্টি মুখ করান।