বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ, আলু ও চাল। এক পণ্যের দাম সহনশীল থাকলে বাড়ছে আরেকটির দাম। সবজির বাজারে কিছুটা স্বল্প স্বস্তি ফিরলেও আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি, মাছ। তবে আলু, পেঁয়াজ ও চালের বাজার চড়া।
বুধবার (২১ আগস্ট) রাজধানীর হাতিরপুল, শেওড়াপাড়া, মতিঝিল, কারওয়ান বাজারসহ অন্যান্য বাজার ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতাদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।
ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশ কিছু সবজির দাম কমেছে। বেগুন প্রতি কেজি মানভেদে ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, ঢেঁড়শ, ধুন্দল, চিচিঙ্গা, পেঁপে, পটল বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।
গাজরের কেজি ১৫০ টাকা এবং পাকা টমেটো প্রতি কেজি প্রকারভেদে ১৪০-১৫০ টাকা। ধনে পাতার কেজি ৬০ টাকা, লেবুর হালি ১০-২০ টাকা, কলার হালি ৪০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০-৫০ টাকা।
এছাড়া বাজারগুলোতে লাউ শাক ৪০ টাকা আঁটি, লাল শাক ১৫ টাকা, মুলা শাক ১৫ টাকা, কলমি শাক ১০ টাকা, পুঁই শাক ৪০ টাকা, পালং শাক ১৫-২০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা যায়।
চালের বাজার ঘুরে দেখা গেছে, সুগন্ধী চিনিগুড়া পোলার চাল ১৪০ টাকা, লাল বোরোধানের চাল ৯০ টাকা, বাজারে মিনিকেট ৭২ টাকা, আটাশ চাল ৫৮ টাকা, মোটা চাল ৫২ টাকায় বিক্রি করা হচ্ছে।
দীর্ঘ সময় ধরে চড়া দামেই বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। প্রতি কেজি দেশি পেঁয়াজ এখন ১১০ থেকে ১২০ টাকা, আলু ৬০-৬৫ টাকা, রসুন ২০০ টাকায় বিক্রি হচ্ছে।