দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া অনলাইনে আইপিএলের বে-আইনি সম্প্রচারকাণ্ডে নাম জড়িয়েছেন। মহারাষ্ট্র পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় তামান্নাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী সোমবার (২৯ এপ্রিল) এ অভিনেত্রীকে হাজিরা দিতে বলা হয়েছে।
গেল বছর ‘ফেয়ার প্লে’ নামের ১টি অ্যাপে বে-আইনিভাবে আইপিএলের সম্প্রচার করার অভিযোগ ওঠে। এর আগে, ‘মহাদেব বেটিং’ নামক অ্যাপ কাণ্ড প্রকাশ্যে আসে। তদন্তে পুলিশ দাবি করেছেন, ২টি অ্যাপের মধ্যে যোগসূত্র আছে।
এর আগে, ওই বেটিং অ্যাপের প্রচারের সাথে জড়িত থাকায় অভিনেতা রণবীর কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ ও সঙ্গীতশিল্পী বাদশাসহ একাধিক বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করেছিলো মুম্বাই পুলিশ।
এবার ‘ফেয়ার প্লে’ অ্যাপ সূত্রেই পুলিশ ‘লাস্ট স্টোরিজ টু’ খ্যাত দক্ষিণী অভিনেত্রী তামান্নাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। এদিকে একই ঘটনায় মঙ্গলবার (২৩ এপ্রিল) অভিনেতা সঞ্জয় দত্তকেও ডেকে পাঠিয়ে ছিল পুলিশ। কিন্তু দেশের বাইরে থাকায় তিনি সেদিন হাজিরা দিতে পারেননি।
আইপিএলের সম্প্রচারের স্বত্ব রয়েছে যে কোম্পানির অধীনে, ২০২৩ সালে তারা পুলিশে অভিযোগ দায়ের করেছিলো। অভিযোগে উল্লেখ ছিলো, অনলাইন বেটিং অ্যাপ ‘ফেয়ার প্লে’ বে-আইনিভাবে আইপিএল ম্যাচের সম্প্রচার করছে। বে-আইনিভাবে সম্প্রচার করার জন্য সংস্থারটির ১০০ কোটি রুপিরও বেশি লোকসান হয়েছে বলে দাবি করা হয়।