শাকিব-মিমির ‘তুফান’ এর পোস্টার প্রকাশ করা হয়েছে। মাত্র কয়েক দিন আগেই নেটপাড়ায় ঝড় তুলেছে ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’ এর টিজার।
এবার প্রকাশ্যে এসেছে নির্মাতা মো: রায়হান রাফির এই ঈদের সিনেমার আরও ১টি পোস্টার। সেখানে ধরা দিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ‘তুফান’ এর নতুন পোস্টার শেয়ার করেন শাকিব ও মিমি। শাকিব-মিমির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, শাকিব খানকে জড়িয়ে ধরে রয়েছেন মিমি চক্রবর্তী। রোমান্টিক আর অ্যাকশন ঘরানার এ পোস্টারটি ইতিমধ্যেই নজর কেড়েছে ভক্তদের।
এ সিনেমায় শাকিব ও মিমি ছাড়াও থাকছেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মাসুমা রহমান নাবিলা, গাজী রাকায়েত, একে আজাদ সেতু, হাসনাত রিপনের মতো তারকারা। তবে এ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে ২ বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও।