নেত্রকোণার দুর্গাপুরে বিয়ের আশ্বাস দিয়ে ছেলেকে ভাগিয়ে দেওয়ায় সবুজা খাতুন (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার সুসং আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটেছে। নিহত সবুজা খাতুন সুসং আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো: মঞ্জু ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জনা গেছে, ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো: আব্দুল আলীর ছেলে মো: বাবু মিয়ার (২৫) সাথে সবুজার প্রেমের সম্পর্ক ছিল। ৪/৫ দিন আগে তাদের একসঙ্গে পেয়ে ঘটনাটি জানাজানি হলে বিয়ের আশ্বাস দেয় প্রেমিকের পরিবার।
কিন্তু পরে বাবুর পরিবারের লোকজন তাকে দূরে কোথাও পাঠিয়ে দেয়। এ খবর সবুজা জানতে পারে। এরই জের ধরে সবুজা আত্মহত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের। এ দিকে এ ঘটনার পর-পরই বাবুর পরিবারের লোকজন পালিয়েছে বলে জানায় নিহতের পরিবার।
নেত্রকোণার দুর্গাপুরে তরুনীর আত্মহত্যার বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জহিরুল জানান, ঘরের ভেতরে বাঁশের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় সবুজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।