দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখেন ২টি বাস উল্টে খাঁদে পড়ে আছে। প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, দুর্ঘটনাকবলিত বাস ২টি সড়কের পাশের জমিতে পড়ে উল্টে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা যৌথভাবে উদ্ধারের কাজ শুরু করে। নিহত ও আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।