সুন্দরবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় বনে এ আগুন লেগেছে। শনিবার (০৪ মে) বিকালে লাগা এ আগুন নেভানোর কাজ করছেন বনবিভাগ ও গ্রামবাসীরা। এ আগুন প্রায় ২ কিলোমিটার এলাকা জুরে ছড়িয়ে পড়েছে।
আগুন নিয়ন্ত্রণে রাখতে বনের ভেতর ফায়ার লেন কাটা হচ্ছে। তবে বনের ভেতর কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সুন্দরবনে ভয়াবহ আগ্নিকাণ্ডের বিষয়ে বন কর্মকর্তা মো: নুরুল করিম জানান, শনিবার দুপুরের দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলী থেকে ধোঁয়া উড়তে দেখেন বনকর্মীরা। তাৎক্ষণিক তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করে দেন।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়ত বিড়ি-সিগারেটের আগুন থেকে বনের ভেতর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।