পটুয়াখালীতে প্রাইভেট শেষে নাস্তা খেতে যাওয়ার পথে অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে মোছা: অধরা ইসলাম মোহনা নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে পটুয়াখালী শহরের ডিসিকোর্টের সামনের ফোর লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অধরা ইসলাম শহরের মুসলিমপাড়া এলাকার ব্যবসায়ী মো: রাসেল মুন্সির মেয়ে। সে পটুয়াখালী সরকারী মহিলা কলেজের মানবিক শাখার এইচএসসি পরীক্ষার্থী ছিল।
নিহত অধরার বাবা রাসেল মুন্সি বলেন, কলেজ শিক্ষকের কাছে প্রাইভেট শেষ করে নাস্তা করার উদ্দেশে অটোরিকশাযোগে রওয়ানা দেয়ে অধরা। পথে মধ্যে গলায় থাকা ওড়নাটি অটোরিকশার চাকায় জড়িয়ে যায়। মুহুর্তের মধ্যে অধরার গলায় ফাঁস পড়ে এবং তৎক্ষণাৎ সিট থেকে নিচে পড়ে যায় সে।
এসময় অধরার বান্ধবীসহ অটোরিকশায় থাকা যাত্রীরা অধরাকে অটো থেকে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ’এইচএসসি’ পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসিম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।