মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

গোপালগঞ্জে

কোটাব্যবস্থা বাতিলের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

বিশেষ সংবাদ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (০৭ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের লিপু’স ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে থামে ।

এরপর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। আন্দোলনকারীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’ ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ‘কোটা বৈষম্য নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক’ ইত্যাদি শ্লোগান দেন।

এসময় গোপালগঞ্জ থানার পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয় ও পুলিশ দিয়ে আন্দোলন থামানে যাবে না বলেও শ্লোগান দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশ সদস্যরা সেখানে অবস্থান নেয়। পরে সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনকারী সড়ক ছেড়ে দেয়। পরে যান-চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনে নেতৃত্ব দানকারি এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থীআলাউল হক বলেন, আমাদের এক দফা এক দাবি, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা বৈষম্য থাকবেনা।মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান জানানোর জন্যই এই কোটা তুলে নিন। তা না হলে বাংলাদেশের ছাত্রসমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে। যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী নিহত

চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী মো: ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর...

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

জনপ্রিয়

অপরাধ

রাজশাহী মহানগরীতে ৫০ হাজার জাল টাকাসহ আটক ১

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকা থেকে ৫০ হাজার জাল টাকাসহ রাজন আহমেদ (২২) নামের এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক...