শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

মেয়ের জন্য চিপস কিনে বাড়ি ফিরতে পারলেন না মোবারক হোসেন

বিশেষ সংবাদ

মেয়ের জন্য চিপস কিনে বাড়ি ফিরেছিলেন মোবারক হোসেন। গত ১৯ জুলাই রাজধানীর রায়েরবাগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তিনি।

নিহত মোবারক হোসেন (৩৩) কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার পূর্ব নয়াকান্দি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো: আবুল হাশেম। মোবারক তার স্ত্রী-সন্তানকে নিয়ে রাজধানীর রায়েরবাগের আপন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার সঙ্গে থাকতেন মা, ভাই ও ভাইয়ের স্ত্রী।

গত (১৯ জুলাই) তাদের বাসার নিচে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়। দুপুরে বাসার নিচে দোকানে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। দুই দিন পর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

গত মঙ্গলবার সরজমিনে করিমগঞ্জের পূর্ব নয়াকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, মোবারকের বাড়িতে সুনসান নীরবতা। তার ঘরে ঢুকতেই দেখা যায় হাঁড়িপাতিল, রান্নার চুলাসহ সংসারের জিনিসপত্র ও আসবাব স্তূপ করে রাখা।

মোবারক নিহত হওয়ার পর ঢাকা থেকে পরিবারের সদস্যরা এগুলো নিয়ে তাদের নিজ বাড়িতে চলে এসেছেন। নিহত মোবারকের মেয়ে আদিবা চিপস নিয়ে দৌড়াদৌড়ি ও খেলাধুলা করছে। আড়াই বছরের আদিবা এখনও বুঝতেই পারছে না তার জন্য চিপস কিনতে গিয়ে তার বাবার সঙ্গে কী ঘটেছে।

মোবারকের ছোট ভাই মোশারফ হোসেন বলেন, গত (১৯ জুলাই) ছিল শুক্রবার। বাড়ির নিচে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। আমার ভাই (মোবারক) বাসার পাশের একটি মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে ঘরে ফিরেছিল মোবারক।

তখন আদিবা বাবার কাছে চিপস খাওয়ার জন্য বায়না ধরে। পরে মোবারক বাসার নিচের দোকান থেকে তার মেয়ের জন্য চিপস আনতে যায়। এসময় তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামীকে হারিয়ে শোকে পাথর স্ত্রী শান্তা আক্তার। একপর্যায়ে তিনি তার ছোট্ট মেয়ে আদিবাকে কোলে টেনে নিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন। তিনি বলেন, কী অপরাধ ছিল আমার স্বামীর? কেন তাকে এভাবে গুলিতে মরতে হলো? এই ছোট্ট শিশুকে নিয়ে আমি কোথায় দাঁড়াব? কী করব? কিছুই বুঝতে পারছি না।

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল হান্নান বলেন, ‘মোবারক কোনো রাজনীতি, আন্দোলন বা ঝামেলার সঙ্গে জড়িত ছিল না। ছোটবেলা থেকেই দেখে আসছি তাকে। তিনি খুবই নিরীহ আর অমায়িক ছেলে ছিল। তার এই অকালমৃত্যুতে শোকাহত এলাকাবাসী। এখন সরকারের উচিত মোবারকের পরিবারের পাশে দাঁড়ানো এবং তার স্ত্রী-সন্তানকে সহায়তা করা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান, কনে কে?

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজের বাসায় পারিবারিক...

জনপ্রিয়

অপরাধ

রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আজ রাতেই ঢাকাসহ দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই...

বাগমারায় ছুরিকাঘাতে যুবক খুন, উত্তেজিত জনতার পিটুনিতে অভিযুক্ত নিহত

রাজশাহীর বাগমারায় চায়ের দোকানে ঢুকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার পর অভিযুক্ত আমিনুল ইসলাম (২২) দৌড়ে আশ্রয় নেন একটি বাড়িতে। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধারে...

রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আজ রাতেই ঢাকাসহ দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে...

বাগমারায় ছুরিকাঘাতে যুবক খুন, উত্তেজিত জনতার পিটুনিতে অভিযুক্ত নিহত

রাজশাহীর বাগমারায় চায়ের দোকানে ঢুকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার পর অভিযুক্ত আমিনুল ইসলাম (২২) দৌড়ে আশ্রয় নেন একটি...

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান...