সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বাজারে বেড়েছে কাঁচা মরিচ ও বিভিন্ন সবজির দাম

বিশেষ সংবাদ

দেশের বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা বেশি দামে কিনছেন ক্রেতারা। এর পাশাপাশি বেড়েছে বিভিন্ন সবজির দাম। তবে কয়েক ধরনের মাছ, সোনালি ও ব্রয়লার মুরগি এবং ফার্মের মুরগির ডিমের দাম কিছুটা কমেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, শেওড়াপাড়া ও টাউন হল বাজারে সরেজমিন ঘুরে বিক্রেতাদের সাথে কথা বলে জিনিসপত্রের দর-দামের এসব তথ্য জানা যায়।

বিক্রেতারা জানিয়েছেন, বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন ও সরকার পরিবর্তনের পর সৃষ্ট সহিংস পরিস্থিতিতে ১ মাস ধরে দেশের বাজারে জিনিসপত্রের দাম বেশ ওঠানামা ছিলো। তবে এখন অধিকাংশ পণ্যের ক্ষেত্রে দাম অনেকটা নিয়ন্ত্রনে এসেছে।

খরা ও বন্যার কারণে সবজির উৎপাদন অনেকটা কমে যাওয়ায় কোরবানি ঈদের সময় খুচরা বাজারে কাঁচা মরিচের দাম উঠেছিলো ৪০০ থেকে ৫০০ টাকা কেজি। তারপর জুলাই মাসে সারাদেশে সহিংস পরিস্থিতির মধ্যে কাঁচা মরিচের দাম ৩৫০ টাকা ছাড়ায়।

যা চলতি মাসের শুরুতে কিছুটা কমে আসে। গেল সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ১৮০ থেকে ২০০ টাকা করে। তবে গতকাল সেই দাম আবার বেড়ে ২৪০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।

দীর্ঘ সময় ধরে বাজারে আলু ও পেঁয়াজ বেশি দরে বিক্রি হচ্ছে। বাজারভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ এখন ১১০ থেকে ১২০ টাকা ও আলু ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সরকারি সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, মাত্র ১ বছরের ব্যবধানে পেঁয়াজের দাম ৩০ শতাংশ ও আলুর দাম ৫০ শতাংশ বেড়েছে।

আরেকদিকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারে কয়েক ধরনের মাছ, সোনালি ও ব্রয়লার মুরগির দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি কেজি তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা, রুই ৩২০ থেকে ৩৫০ টাকা ও পাঙাশ মাছ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হয়েছে।

আগের ২ সপ্তাহে এসব মাছে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বাড়তি দাম ছিলো। গরুর মাংস ও ইলিশ মাছের দামও সামান্য কমেছে। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি ডজনে ৫ টাকা কমে গিয়ে ১৪৫ টাকা হয়েছে।

বৃহস্পতিবার বিভিন্ন রকমের সবজিও গত সপ্তাহের তুলনায় কিছুটা বেশি দামে বিক্রি হয়েছে। যেমন গতকাল বাজারভেদে প্রতি কেজি ঢ্যাঁড়স, পটল, চিচিঙ্গা ও ঝিঙে ৫০-৭০ টাকায় বিক্রি হয়েছে। আর বেগুন, করলা, বরবটি ও কাঁকরোল বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়। এসব সবজির দাম এক সপ্তাহ আগে অন্তত ১০ থেকে ২০ টাকা কম ছিলো।

সবজির আড়ত দারেরা জানিয়েছেন, সহিংসতা ও ডাকাতির আশঙ্কায় গেল সপ্তাহে সবজি পণ্যের সরবরাহ অনেকটা কম ছিলো। এতে বিভিন্ন উৎপাদন স্থল এবং পাইকারি মোকামে সবজি কম দামে বিক্রি হয়েছিলো। তবে এখন বাজারে সবজির সরবরাহ ঠিক হয়েছে এবং বিভিন্ন সড়কে চাঁদাবাজিও নেই। এ কারণে বাজারে বর্তমানে সবজি স্বাভাবিক দামেই বিক্রি হচ্ছে।

তবে ক্রেতারা এ ধরনের কথা মানতে নারাজ। মোহাম্মদপুর কৃষি মার্কেটে গৃহিণী আফরোজা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, আগের সরকার চলে যাওয়ার পর গেল সপ্তাহে বিভিন্ন সবজির দাম অনেকটা কম ছিলো। ব্যবসায়ীরা এতো সবজি লোকসানে তো বিক্রি করেননি, কিন্তু এখন আবার সবজির দাম বাড়ছে। বাজার মনিটরিং করলে এই দাম বাড়ানো আটকানো যেত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স...

লালনশিল্পী ফরিদা পারভীন আর নেই

বাংলাদেশের প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে...

জনপ্রিয়

অপরাধ

শারদীয় দুর্গাপূজায় শেরপুরে অসহায়দের মাঝে বিএনপির বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং শেরপুর উপজেলা...

মাদ্রসার টাকা তুলতে গিয়ে ধরা, তিন খাদেমের চুল কেটে দিল জনতা

নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার সাহায্যের টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন তিন জন খাদেম। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে তারা লোকজনের হাতে...

পানিতে ভাসমান শাপলা আর মার্কা শাপলার মধ্যে পার্থক্য আছে: সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “শাপলা তো জাতীয় প্রতীক না। আমরা পানিতে ভাসমান শাপলা চাইনি। পানিতে ভাসমান থাকা শাপলা আর...

শারদীয় দুর্গাপূজায় শেরপুরে অসহায়দের মাঝে বিএনপির বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

মাদ্রসার টাকা তুলতে গিয়ে ধরা, তিন খাদেমের চুল কেটে দিল জনতা

নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার সাহায্যের টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন তিন জন খাদেম। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার...

পানিতে ভাসমান শাপলা আর মার্কা শাপলার মধ্যে পার্থক্য আছে: সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “শাপলা তো জাতীয় প্রতীক না। আমরা পানিতে ভাসমান শাপলা...

দুর্গাপূজায় হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।এ সময়...

বগুড়ায় গ্রেফতারের সময় ছুরিকাহত সাবেক কাউন্সিলর মিন্টু

বগুড়ায় গ্রেপ্তারের সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর...

শেরপুরে ডিবির অভিযানে ৬১০ বোতল মদ উদ্ধার

বগুড়ার শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল...