মুন্সীগঞ্জে লুট হওয়া ২১৯টি আগ্নেয়াস্ত্র ও ৭৮২৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনী।
এরমধ্যে মুন্সীগঞ্জ সদর থানা ও সদর ফাঁড়ি থেকে লুট হওয়া ১৪০টি আগ্নেয়াস্ত্র ও ৩৯৩৪ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশের কাছে রবিবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের সার্কিট হাউজের আর্মি ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সেনাবাহিনীর-১৯ এর অধিনায়ক লে. কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন।
পুলিশের পক্ষ থেকে রাইফেল, শর্টগান ও পিস্তলসহ লুট বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জামি গ্রহণ করেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো: আসলাম খান।
এ সময় তিনি জানান, এখনো কিছু অস্ত্র উদ্ধা করা বাকি আছে, এগুলো নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। হস্তান্তর করা সরঞ্জামাদির মধ্যে পুলিশের পোশাক, হেলমেট, বুলেটপ্রুভ জ্যাকেট, বেল্ট, লাঠি ও কম্পিউটার ছাড়াও ১ লক্ষ সাড়ে ৯ হাজার টাকা রয়েছে।
অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীবাড়ি থানা থেকে লুট হওয়া ৭৯টি আগ্নেয়াস্ত্র ও ৩৮৯১ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস।
উদ্ধার হওয়া অস্ত্রগুলো গ্রহণ করেন টঙ্গীবাড়ি থানার ইন্সপেক্টর মো: সফিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন।
এর আগে, গত ৫ আগস্ট মুন্সীগঞ্জ সদর থানা, শহরের সদর পুলিশ ফাঁড়ি, পুলিশ সুপারের কার্যালয়, ও ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জামাদি লুট করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।