প্রয়োজন হলে বাংলাদেশ থেকে ভারতের সিকিম-ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে উপদেষ্টা নাহিদ লেখেন, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধ এবং যে কোনো সংকট মোকাবিলায় প্রস্তুত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বিপ্লবি ছাত্র-জনতা এবং বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে বন্যদুর্গতদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম করে যাচ্ছে বন্যাকবলিত এলাকায়। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত দুর্যোগকাল কাটিয়ে উঠতে পারব। প্রয়োজন হলে বাংলাদেশ থেকে সিকিম-ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠানো হবে।
সর্বশেষ ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, সতর্ক বার্তা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিলেও আমরা ভারতের বন্যাকবলিত জনগণের প্রতি সমব্যাথী। বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকার ভারতের বন্যাদুগর্ত জনগণের পাশে থাকবে।