বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করে তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন। কোনো চাঁদাবাজদের সঙ্গে আমাদের দলের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে এসে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ও পত্র-পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো সংবাদ প্রকাশ হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। আপনারা সবাই সজাগ থাকবেন। নতুন সরকারের মাত্র ২০-২২ দিন হলো। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করেছি, যাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে তারা। নতুন সরকারকে আমাদের সময় দিতে হবে, আমরা তাদের সময় দিতে চাই।
তিনি আরও বলেন, আমরা যদি একটা ভালো নির্বাচন করতে পারি, যদি সাধারণ জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায় তবেই এই দেশের জনগণের মনে আস্থা ফিরে আসবে। তাই আমরা এই সরকারকে বলেছি, একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে ।