শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

কক্সবাজারে হোটেল থেকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি

বিশেষ সংবাদ

কক্সবাজারে একটি আবাসিক হোটেলে অবস্থানকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন চুরি হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকার কক্স সিলিটন নামের একটি হোটেল থেকে তার ফোনটি চুরি হয়।

জানা গেছে, কক্সবাজারের পেকুয়া ও চকরিয়ায় শহীদ পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল বুধবার কক্সবাজারে আসেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে আজ ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন তিনি। সভায় যোগ দেয়ার আগে তিনি কক্সবাজারের কক্স সিলিটন হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সেখানে থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি হয়।

কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আজ দুপুরে দিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার স্মার্ট ফোনটি চুরি হয়েছে। পুলিশ ফোনটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ছাত্র-জনতার আলোচনা সভায় যোগদানের জন্য হোটেল কক্ষ থেকে বের হওয়ার আগে তার ফোনটি হারিয়ে যায়

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ