চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী মিজানকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবাসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছন র্যাব-৭ এর সহকারী পরিচালক শরীফ উল আলম।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার ব্রাহ্মণপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ মিজান বায়েজিদ বোস্তামি থানাধীন ওয়াজেদিয়া আলী চেয়ারম্যান বাড়ির মো: জামাল উদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক শরীফ উল আলম, গত ১৭ ও ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর নগরীরর বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় অস্ত্র হাতে মিজানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতর মিজানুরের বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে ৭টি মামলা রয়েছে। মিজান নগরীর কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলেও জানান তিনি ।