ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদদের প্রত্যেক পরিবারকে এককালীন ৫ লাখ টাকা ও আহত প্রত্যেক ব্যক্তিকে ১ লাখ টাকা করে দেওয়া হবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে, চলতি সপ্তাহেই শুরু হয়েছে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ এর জরুরি আর্থিক সহায়তার কার্যক্রম। ইতিমধ্যে এই ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট ড. মুহাম্মদ ইউনূস।
তিনি জানান, গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য ৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। ইতিমধ্যে তার নিবন্ধনও করা হয়েছে। কাজী ওয়াকার আহমেদকে এ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ করা হয়েছে। এই পরিষদে আরো ১৪ জন সাধারণ সদস্যকে যুক্ত করা হবে বলেও জানান তিনি।