সভাপতির পরিচয় প্রকাশে আসার পর এবার তুমুল আলোচনার মধ্যে সামনে এরো ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সেক্রেটারি জেনারেল এস এম মো: ফরহাদের পরিচয় ৷ তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ঢাবির কবি জসীমউদদীন হলে থাকতেন। ফরহাদ ছাত্রলীগেরও পদধারী ছিলেন বলে জানা গেছে।
রবিবার রাতে ফেসবুকে এস এম ফরহাদের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর শুরু হয়েছে নানা আলোচনা। খোঁজ নিয়ে এস এম ফরহাদের ছাত্রশিবিরের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার দায়িত্বশীল এক নেতা এস এম ফরহাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।
ফরহাদের পরিচয় সামনে এলে তার পরিচিত জনদের অনেকে বিস্ময়প্রকাশ করেন। ফরহাদের রাজনৈতিক পরিচয় শুনে বিস্মিত মো: কামরুল রাতে ফেসবুকে পোস্ট করেছেন, মানুষ অবাক হয়। মাঝেমধ্যে খুব অবাক হয়। আবার কেউ কেউ অবাক হয়ে আকাশ থেকে পড়ে।
আরেকদিকে সাংগঠনিক সিদ্ধান্তেই এবার ছাত্রশিবিরের ঢাবি শাখার নেতারা প্রকাশ্যে আসছেন বলে জানান সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো: সাদিক কায়েম। তিনি বলেন, তাদের সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার পুরো কমিটি অতি দ্রুত প্রকাশ করা হবে।
তিনি আরো বলেন, গত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী সরকার আমাদের গোপন রাজনীতি করতে বাধ্য করেছে। আমাদের দানব আকারে হাজির করেছে৷ এটি থেকে আমরা মুক্তি পেতে চাই। সবাই সবার মতো রাজনৈতিক চর্চা করবে, সকলের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, কারো ওপর কোনও কিছু চাপিয়ে দেয়া হবে না- সেটাই আমাদের চাওয়া৷