আগামী বৃহস্পতিবার পর্যন্ত পর্যটককেন্দ্র সাজেকে না যেতে পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন। গতকাল সকালে সাজেক থেকে ফেরার পথে ৩জন পর্যটক দুর্বৃত্তদের হাতে অপহৃত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এই আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ।
জানা গেছে, গতকাল সাজেক থেকে বাড়ি ফেরার পথে তিনজন পর্যটককে অপহরণ করে দুর্বৃত্তরা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে অপহরণের কিছুক্ষণ পরই আবার তাদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, পার্বত্য জেলায় বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে যেনো আর কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও জানান, আমরা এই কয়দিন খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও দীঘিনালার সকল ঘটনা পর্যবেক্ষণ করেছি, এরমধ্যে ফের তিন পর্যটক’কে অপহরণের ঘটনাসহ সব মিলিয়ে আমরা পর্যটকদের নিরুৎসাহিত করেছি। পার্বত্য জেলার পরিস্থিতি আগামী এ কয়দিনে স্বাভাবিক হলে আমরা আবারও পর্যটকদের পর্যটনে উৎসাহিত করব।