ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ‘বরফ গলতে শুরু করেছে’ বলে মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
২ দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিএনপি কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
এই বৈঠক শেষে ভারতীয় বার্তা সংস্থা এএনআই’য়ের সাথে আলোচনার সময় মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশে গত নির্বাচনের পর থেকেই আমাদের মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিলো। তবে এবার আমাদের অফিসে ভারতীয় হাইকমিশনারের পরিদর্শন পরিস্থিতির অকেটা উন্নতি করেছে। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।
বিএনপি চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিলো উল্লেখ করে তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সবসময়ই খুব ভালো সম্পর্ক আছে এবং সম্পর্কের উন্নতিও হয়েছে। অবশ্যই, এটি ভারত ও বাংলাদেশের সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট।