বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (২৫ অক্টেবর) আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম এলকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (২৬ অক্টেবর) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গতকাল রাতে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামের কুন্দগ্রাম-চৌহমুহনি পাকা রাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় সেখানে বিশেষ অভিযান চালিয়ে তিনজন ডাকাতকে আটক করে পুলিশ। আটককৃতদের কাছে থেকে ৭টি ছোট-বড় হ্যাকসো ব্লেড, ২টি হাসুয়া, ১টি রশি, ৩টি বাঁশের লাঠি, ও ১টি করাতসহ ১টি ব্যাগ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে মো: নুর আলম (২৪), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌহমুহনির বানিয়াদীঘি এলাকার মো: বাবু প্রামানিকের ছেলে মো: নয়ন ইসলাম (২৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের গোপালপুর নয়াপাড়া এলকার মৃত ফকির শেখের ছেলে মনোয়ার হোসেন (২৯),।
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন ডাকাত আটক বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।