রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। এতে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ৭ কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর ঢাকা কলেজের সামনে থেকে একটি মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এরপর তারা সেখানেই আন্দোলন শুরু করেন। এ সময় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে নানা নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। ৭ কলেজের বিষয়ে কোনও কমিটি নয়, কমিশন গঠনের দাবি জানান আন্দোলনকারীরা। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিক্ষা কমিশন গঠন না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলেও জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ ব্যাপারে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ গণমাধ্যমকে জানান, ঢাকার বিভিন্ন কলেজর শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়ক অবরোধ করেছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সড়ক ছেড়ে দেওয়ার জন্য আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি।