শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

বগুড়ার শেরপুরে

মামলার দায় অস্বীকার করে ছাত্র সমন্বয়কদের সংবাদ সম্মেলন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে মামলার দায় অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছে উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শেরপুর শহরের ধুনটমোড় এলাকায় গত ১৭ জুলাই ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় গত শনিবার (২ নভেম্বর) শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো: রিফাত সরকার (২২) বাদী হয়ে ১৪৭ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

তবে এই মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কোন মামলা নয় উল্লেখ করে রবিবার (৩ নভেম্বর) দুপুরে শেরপুর উপজেলা পরিষদ (নবনির্মিত) হলরুমে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর উপজেলা শাখার সমন্বয়করা। এ সময় বক্তব্য রাখেন, সমন্বয়ক জাহিদ সরকার, তানভির তুষার, রাশেদ সাদাত, আনোয়ার হোসেন, আরাফাত রহমান মিলন, মুজাহিদ পারভেজ, সাদিকুর রহমান অয়ন, মো. রায়হান, বুলবুল আহমেদ, নাজমুল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ওহেদুল হাসান প্রত্যয়, হিমেল, শাহরিয়ার মামুন, আব্দুল মোমিন, নাজমুল হাসান, শেখ সোহানী, সাইরিন রিদা, সোনালী আক্তার, নাইমুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, গত ১৭ জুলাই সকালে হাজার হাজার ছাত্র-জনতার অংশগ্রহণে বগুড়ার শেরপুর পৌর শহরের ধুনট মোড়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশ লাঠিপেটা, টিয়ার শেল নিক্ষেপ ও গুলি করে। এতে কমপক্ষে ১৫ জন আন্দোলনকারী ও সাধারণ মানুষ গুরুতর আহত হন।

এ ঘটনায় শেরপুর থানা পুলিশের পক্ষ থেকে ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় ৭ জন আন্দোলনকারী গ্রেফতার হয়ে ২১ দিন কারাগারে ছিলেন। এর মধ্যেই গত আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে সেই মামলা প্রত্যাহার করা হয়

একই ঘটনায় শেরপুরে রিফাত সরকার (২২) শনিবার (২ নভেম্বর) শেরপুর থানায় আরেকটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

তারা বলেন, রিফাত আমাদের ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। ১৭ জুলাই তিনিও পুলিশের গুলিতে আহত হয়েছিলেন। কিন্তু এই মামলার বিষয়ে আমাদের সঙ্গে তিনি আলোচনা করেননি। এটি রিফাতের ব্যাক্তিগত মামলা, তাই এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

তারা আরও বলেন, পুলিশের মামলায় গ্রেফতারকৃত একজন ছাত্রের বাবাকেও এই মামলায় গ্রেফতার করা হয়েছে। নিপিড়ীতদের মধ্যে থেকে যে কেউ মামলা করতে পারে। কিন্তু একটি ঐতিহাসিক ঘটনায় উদ্দেশ্যমূলক মামলা করে সাধারণ মানুষকে হয়রানি করা উদ্বেগজনক। তাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা পরিচালনা করার আহ্বান জানান তারা

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

গান বাংলা টিভি চ্যানেলের চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের গান বাংলা টেলিভিশনের...

জনপ্রিয়

অপরাধ

রাষ্ট্রীয় মর্যাদায় বেনাপোলে শহীদ আব্দুল্লাহর দাফন

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ শহীদ মো: আবদুল্লাহকে যশোরের বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বেনাপোল...

ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে থাকার অধিকার নেই: গোলাম পরওয়ার

ফ্যাসিবাদের দোসরদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে থাকার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অন্তর্বর্তী সরকারের...

রাষ্ট্রীয় মর্যাদায় বেনাপোলে শহীদ আব্দুল্লাহর দাফন

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ শহীদ মো: আবদুল্লাহকে যশোরের বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর)...

ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে থাকার অধিকার নেই: গোলাম পরওয়ার

ফ্যাসিবাদের দোসরদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে থাকার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি...

নড়াইলের কালিয়ায় ধানখেত থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়ায় ধানখেত থেকে হামিদা খানম (৬) নামের এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪...

ভোলায় ১০টি আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ তিনজন আটক

ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র, ১০টি হাতবোমা ও একটি...