আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রবিবার (০৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সারাদেশের সর্বস্তরের মানুষ দেশ স্বাধীন করল আর সরকার গঠন করল আওয়ামী লীগ। বাহাত্তরে তারা যে সংবিধান লিখেছিল, তারা কি সেই সংবিধান মেনে চলেছে? ডাকাতি, চুরি, চাঁদাবাজি রাহাজানি, ব্যাংক ডাকাতি, নারী নির্যাতন এসব কি সংবিধানে লেখা ছিল?
তিনি আরও বলেন, বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগ লঙ্ঘন করেছে। তারা দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল। যুগে যুগে আওয়ামী লীগের মতো সংবিধান লঙ্ঘনকারী দল এই দুনিয়ায় আর নেই।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের স্যালুট জানিয়ে তিনি বলেন, নতুন করে দেশ গঠন করার ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে যার যেটুকু করা উচিত, ততটুকু করলেই দেশের সাধারণ জনগণ খুশি হবে। দেশের জনগণ নির্বাচন চায়, বিএনপিও নির্বাচন চায়। কোনও হঠকারী সিদ্ধান্ত শান্তি বয়ে আনে না।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সকল নিষিদ্ধ রাজনৈতিক দল’কে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। বাকশাল কায়েম করা আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ দেন তিনি। জিয়াউর রহমান আওয়ামী লীগের দ্বিতীয় নেতা। আর প্রথম নেতা ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী।