গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে আরিয়ান সরকার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর এলাকার জনৈক কফিল উদ্দিনের বাড়ির অরক্ষত সেপটিক ট্যাংকে পড়ে ওই শিশুটির মৃত্যু হয়।
নিহত আরিয়ান সরকার (৬) উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সে স্থানীয় এইচএকে একাডেমির প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকালে শিশু আরিয়ান তার বোনের সঙ্গে কানামাছি খেলার সময় বাড়ির পাশের এক প্রতিবেশীর অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুটির মৃত্যু হয়।
নিহত আরিয়ানের মা আনোয়ারা খাতুন বলেন, গতকাল বিকালে আমার দুই ছেলেমেয়ে কানামাছি খেলছিল। হঠাৎ করে আমার মেয়ে পুতুল ডেকে জানায় আমার ছেলে আরিয়ানকে খুঁজে পাচ্ছে না। এর পর পরই আমি বাসার আশপাশে আমার ছেলেকে খুঁজতে থাকি। খোঁজাখুঁজির একপর্যায়ে এক প্রতিবেশীর বাড়ির অরক্ষিত সেপটিক ট্যাংকে আমার ছেলের জুতা জোড়া দেখতে পেয়ে আমার মনে সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনকে ডাক দিলে তারা এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে আমার ছেলে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর থেকে প্রতিবেশী ওই বাড়ির মালিক কফিল উদ্দিন পলাতক আছেন।
শ্রীপুরে খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।