প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এস. এম মো: নাসির উদ্দীন ও ৪ নির্বাচন কমিশনার (ইসি) আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করান।
এর আগে, আজ দুপুরের দিকে শপথ নিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন সিইসিসহ ইসির ৪ নির্বাচন কমিশনার। নির্বচন কমিশনের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভুঞা।
শপথ নেওয়া চার নির্বাচন কমিশনার যারা হলেন, সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার,সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আপিল বিভাগের সকল বিচারপতি, মন্ত্রীপরিষদ সচিব, সার্চ কমিটির সদস্য, নির্বাচন কমিশন সচিবসহ সিইসি ও নবনিযুক্ত ৪ নির্বাচন কমিশনারের পরিবারের সদস্যরা।