অন্তর্বর্তী সরকারেরর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগ দেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপি এলাকায় বর্তমানে ৭০০ শিক্ষার্থী কাজ করছে। ঠিক এমনভাবেই অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, পুলিশ, এয়ারফোর্স, নৌবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন তাদের সকলকে নিয়ে একটি কমিউনিটি পুলিশিং করার চিন্তাভাবনা করা হচ্ছে। প্রাথমিকভাবে এই কাজের জন্য প্রায় ৫’শ জনকে নিযুক্ত করা হবে এবং এই ক্ষেত্রে বয়স সময়সীমাও বেঁধে দেওয়া হবে।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪র্থ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।