বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়োর উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান বলেছেন, দেশে নতুন নতুন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। আ.লীগের মাথা পালিয়েছে, লেজ কিন্তু পালায় নাই।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের হযরতপুরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, শেখ হাসিনা গত ১৬ বছর ধরে জোর করে ক্ষমতায় ছিলেন। শেখ হাসিনা বলেছিলেন তিনি পালান না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। তার দলীয় নেতাকর্মীদের দিকেও তাকাননি তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা রয়ে গেছে। তারা বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আ.লীগের মাথা পালাইছে, কিন্তু লেজ পালায় নাই। আমাদের সবাইকে সব সময় সজাগ থাকতে হবে। তারা যেন দেশে কোনও বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছর আপনারা অনেক কষ্ট করেছেন। আপনারা অনেক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। কারাবন্দি থেকেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬ বছরের আন্দোলন সংগ্রাম ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। কেরানীগঞ্জকে মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।