গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে প্রসিকিউশন টিমের এক আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচার হওয়া আগের বিদ্বেষমূলক বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেখান থেকে বর্তমান সরকারকে নিয়ে নানা ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করেই যাচ্ছেন। নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেন আবার সেই বক্তব্য নিজেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন তিনি।
সবশেষ ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বক্তব্যও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয়। প্রসিকিউশন বলছে, শেখ হাসিনা যে সমস্ত হেইট স্পিচ দিচ্ছেন, তা বন্ধ করতেই এই আবেদন করা হয়েছে।