বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী সঞ্জুকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুলফিকার আলী সঞ্জু শেরপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম পশ্চিমপাড়ার মরহুম আমজাদ হোসেনের ছেলে। তিনি কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
জানা গেছে, আজ দুপুরে শেরপুর থানার তদন্ত ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে আওয়ামী লীগ নেতা সঞ্জুকে গ্রেফতার করে। আজ বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে
বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতার জুলফিকার রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।