বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ শুরু হবে বলে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের প্রজন্ম নামের একটি সংগঠন এই অনুষ্ঠান আয়োজন করে।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি ৯০ শতাংশ। আমরা শুধু ইলিশ মাছ পাঠাই, তারা সবকিছুই পাঠায়। সুতরাং ভিসা ও এলসি সব যদি বন্ধ থাকে, তাহলে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব রাখ, কারে সঙ্গে কোনও প্রভুত্ব রাখা নয়। ছোট-বড় দেশ বলে কোনো কথা নেই। প্রতিটা দেশই কারও না কারও ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র এতো বড় একটা দেশ, তাদের দেশে অস্ত্র বানানোর কারখানা ছাড়া তাদের অন্য কোনও কারখানা নেই। কিন্তু তারা পোশাকের জন্য বাংলাদেশ, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ওপর নির্ভরশীল থাকতে হয়। সুতরাং ভারত যা করছে, তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে।
বাংলাদেশের মানুষের মনোভাব ভারত সরকার না বুঝলে দুই দেশের সম্পর্ক মুখোমুখি অবস্থানে চলে যাবে বলে মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক।