শেখ হাসিনা পালিয়ে গেছে, যেখানকার মাল সেখানেই গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মাদারীপুর শহরের লেকেপাড়ের স্বাধীনতা অঙ্গনে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, লগিবৈঠার আমল থেকে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের দায় শেখ হাসিনার। সব খুনের মাস্টারমাইন্ডই হাসিনা।
জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, যে ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ফাঁসি দিয়েছিল শেখ হাসিনা, সেই ট্রাইব্যুনালেই তারও ফাঁসির আয়োজন চলছে।
গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, যেখানকার মাল সেখানেই গেছে। ভারতে বসে বাংলাদেশে নিয়ে এখনও ষড়যন্ত্র করছে এই খুনি হাসিনা। দেশের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্রে কাজ হবে না।
তিনি আরও বলেন, দেশের জনগণকে অডিও-ভিডিও বার্তা বলে তোমরা অস্থির হইওনা, আমি বাংলাদেশ বর্ডারের কাছেই আছি যেকোনো সময় ঢুকে পড়বো। আর একবার দেশে ঢুকে দেখেন জনগণ আপনার কী করে। গত ৫ আগস্ট গণভবন থেকে হেলিকপ্টারে করে পালিয়ে না গেলে সেখানে লাখ লাখ মানুষ যেভাবে প্রবেশ করতেছিল, আপনার যে কী অবস্থা হতো তা এই দেশের জনগণ ও দুনিয়া দেখতে পেত বলেও জানিয়েছেন তিনি।