বিদেশে উন্নত চিকিৎসার দাবি নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনের দুই পাশের সড়ক অবরোধ করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতরা এখন শ্যামলীতে। তারা এখন সেখানেই সড়ক অবরোধ করছেন।
অন্তর্বর্তী সরকারকে আজ বিকেল ৪টা আল্টিমেটাম দিয়েছিলেন আন্দোলনে আহতরা। তাদের কোনও দাবি মানা না হলে এরপর সচিবালায় ঘেরাও কর্মসূচি পালন করবেন তারা। প্রয়োজনে তারা আত্মহত্যা করবেন বলেও সরকারকে হুমকি দিয়েছেন।
রবিবার (০২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতালের) সামনে থেকে সরে গিয়ে রাজধানীর শ্যামলি মোড়ে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
ছাত্র আন্দোলনে আহতরা সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা বিকেল ৪টা পর্যন্ত আল্টিমেটাম দিলাম। যদি এই সময়ের ভেতর উনারা কেউ যোগাযোগ না করে আমরা সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেব বলেও জানান তারা।