বগুড়ার শেরপুরে কৃষকরা ধানের পরিবর্তে ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন। লাভ বেশি, চাষাবাদ সহজ এবং বাজারে চাহিদা থাকায় এ বছর উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে।
উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ২৫ শো হেক্টর, কিন্তু চাষ হয়েছে ৩ হাজার ৩ শো ৮৫ হেক্টর জমিতে। যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
কৃষকদের ভাষ্য মতে, এক বিঘা জমিতে ধান চাষে ১২ হাজার টাকা খরচ হয় এবং আয় হয় প্রায় ৩০ হাজার ৮০০ টাকা, যেখানে ভুট্টা চাষে খরচ মাত্র ১৩ হাজার টাকা হলেও আয় হয় প্রায় ৪৮ হাজার টাকা। ফলে প্রতি বিঘায় লাভ হয় প্রায় ৩৫ হাজার টাকা, যা ধানের দ্বিগুণ।
শালফা গ্রামের কৃষক জেকের আলী বলেন, “গত বছর ৮ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম, এবার ১০ বিঘা লাগিয়েছি। ফলন ভালো হলে লাভও ভালো হবে।”
কৃষি বিশেষজ্ঞদের মতে, মাটির গুণাগুণ ও কৃষকদের আগ্রহ বিবেচনায় নিয়ে শেরপুরে ভুট্টা চাষের আরও প্রসার ঘটবে, যা কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভ’মিকা রাখবে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানান, “এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ।”