মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

আকবর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

শেরপুরে লেনদেন সংক্রান্ত বিরোধেই নৃশংস হামলা!

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে আকবর আলী ওরফে সাধু (৬০) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ১২ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত মো. আব্দুল লতিফকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ মার্চ) সকাল পৌনে ১২ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম এলাকার একটি ভুট্টার ক্ষেত থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত লতিফ একই ইউনিয়নের ধরমোকাম উত্তরপাড়া এলাকার মো. ওসমান গণির ছেলে এবং পেশায় তিনি রাজমিস্ত্রি। পুলিশ জানায়, শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শাহ তুরকান (রহ.) মাজার সংলগ্ন চারমাথা মোড়ে আকবর আলীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতের ছেলে মো. শাহ জামাল (৩৫) অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রবিবার (২৩ মার্চ) শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জানান, “ঘটনাস্থল থেকে একটি লোহার দা, গায়ের চাদর, প্লাস্টিকের স্যান্ডেল ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব আলামতের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আব্দুল লতিফের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। পরদিন সকালেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

পুলিশি জিজ্ঞাসাবাদে লতিফ স্বীকার করেন, “নিহত আকবর আলীর সঙ্গে তার ব্যক্তিগত লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার দিন সন্ধ্যায় তিনি কোমরে দা গুঁজে বের হন এবং আকবর আলীকে ফোন করে ডেকে আনেন।”

ওই দিন রাত ১০টা ৩০ মিনিটে গ্রামের আরিফের চায়ের দোকানে দুজনের দেখা হয়, সেখানে তারা চা পান করেন। রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ হলে তারা মাজার সংলগ্ন চারমাথা মোড়ে যান। “সেখানেই আকবর আলীর মাথায় ধারালো দা দিয়ে উপর্যুপরি কোপ দেন। আকবর আলী চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে তিনি পালিয়ে যান।” – বলেন অভিযুক্ত লতিফ।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই আমরা তদন্ত শুরু করি এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় মাত্র ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হই। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ধানমন্ডি থেকে গ্রেফতার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার...

আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না: অভিনেতা আরিফিন শুভ

ভারতের এক ক্যাফেতে বসে নিরুত্তাপ কণ্ঠে চিত্রনায়ক আরিফিন শুভ বলেছেন, “আমি সম্পূর্ণভাবে অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না।” 'মুজিব' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের পর...

জনপ্রিয়

অপরাধ

জুলাই আন্দোলনে আহত এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে জীবনযুদ্ধের লড়াইয়ে থাকা এনাম সিদ্দিকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুরুতর আহত যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের এই...

ঢাকার প্রধান সড়কে আর অটোরিকশা চলতে দেওয়া হবে না : ডিএনসিসি

ঢাকার মূল সড়কগুলোতে আর কোনো রিকশা চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, রিকশাগুলো চলবে...

জুলাই আন্দোলনে আহত এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে জীবনযুদ্ধের লড়াইয়ে থাকা এনাম সিদ্দিকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুরুতর আহত...

ঢাকার প্রধান সড়কে আর অটোরিকশা চলতে দেওয়া হবে না : ডিএনসিসি

ঢাকার মূল সড়কগুলোতে আর কোনো রিকশা চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

পাকিস্তানপন্থি’ ট্যাগ দিয়ে জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে : হেফাজতে ইসলাম

বাংলাদেশে 'পাকিস্তানপন্থি' বলে কোনো মতাদর্শ বা গোষ্ঠী নেই বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা...

শেরপুরে মামলা তুলে নিতে তরুণীকে আটকে রেখে মারধর

বগুড়ার শেরপুর উপজেলায় পূর্বের নারী ও শিশু নির্যাতন মামলার...

মানবিক করিডর নিয়ে সরকার অন্ধকারে রেখেছে দেশবাসীকে: মেজর হাফিজ

মানবিক করিডর ইস্যুতে সরকার জনগণকে অন্ধকারে রেখেছে বলে মন্তব্য...