চার দিনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় চীনের হাইনান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান হাইনান প্রদেশের ভাইস গভর্নর কিওনহাই বোয়াও এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।
এর আগে, আজ দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানান, এ সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, চীনা বিনিয়োগ বৃদ্ধিতে এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
আগামীকাল বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূস চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিতব্য বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন। তিনি এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ প্রদান করবেন।
আগামী শুক্রবার তিনি বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
এছাড়াও, ড. ইউনূস চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের একটি উচ্চ প্রযুক্তির উদ্যোগ পরিদর্শন করবেন এবং দেশটির অন্যতম শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে এক বিশেষ সাক্ষাৎকার দেবেন।
সফরের শেষ দিনে, শনিবার, ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে চীনের স্বনামধন্য পিকিং বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে তিনি বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ বক্তব্য দেবেন।
এরপর ওইদিনই প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশে চীন ত্যাগ করবেন। এই সফর বাংলাদেশের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।