বগুড়ার শেরপুর শহরের রামচন্দ্রপুর পাড়ায় ভাড়া বাসা থেকে মাহমুদা বেগম (৪০) নামে এক নারী শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাহমুদা তাড়াশ উপজেলার রোকনপুর আলিম মাদ্রাসার সহকারী মৌলভি ছিলেন। তার স্বামী সোহেল রানা শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার প্রভাষক (লাইব্রেরিয়ান) পদে কর্মরত।
পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাত থেকে ভোররাতের মধ্যে মাহমুদা নিজ বাসার ডাইনিং রুমের জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকাল সাড়ে দশটায় লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
মাহমুদার ভাই থানায় একটি লিখিত আবেদন দিলে পুলিশ লাশ উদ্ধার করে এবং একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত করতে পারেনি নিহতের পরিবার বা স্বামী।
মাহমুদার বাবার বাড়ি সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রামে এবং স্বামীর বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। চাকরির সুবাদে তারা শেরপুর শহরে ভাড়া বাসায় বসবাস করতেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুলল ইসলাম জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা সবদিক থেকেই বিষয়টি খতিয়ে দেখছি।