বগুড়ায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এক হোমিও চিকিৎসক নেতাকে আটক করে ডিবি পুলিশের কাছে তুলে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা।
সোমবার (০৫ মে) সন্ধ্যা ৭টার দিকে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে ডা. এস.এম. মিল্লাতকে আটক করা হয়। পরে তাকে জলেশ্বরীতলা হয়ে হেঁটে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবি কার্যালয়ের অফিস ইনচার্জ মো. ইকবাল বাহার বলেন, “আমাদের কাছে এনসিপি নেতারা মিল্লাতকে সোপর্দ করেছেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”
আটক হওয়া ডা. মিল্লাত জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্বে রয়েছেন।
ঘটনার পেছনের কারণ হিসেবে জানা গেছে, গাজীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার পর বগুড়ার এনসিপি নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এনসিপির স্থানীয় নেতা ডা. আব্দুল্লাহ আল সানী বলেন, “মিল্লাত একজন চিহ্নিত আওয়ামীপন্থী। তিনি ছাত্রলীগকে অর্থায়ন করেন এবং বিএনপি-জামায়াত ঘরানার হোমিও চিকিৎসকদের দমনে সক্রিয় ছিলেন।”
তিনি আরও বলেন, “আমরা তাকে শহরের ইয়াকুবিয়া মোড় থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দিয়েছি। তিনি আরএসএসপন্থী ভারতীয় নেতার সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগ রয়েছে।”
ঘটনার পর বগুড়ার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।