বুধবার, ১৪ মে, ২০২৫

তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ জুলাই আন্দোলনের আহতদের

বিশেষ সংবাদ

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহত আন্দোলনকারীরা। রোববার (১১ মে) সকাল থেকে তাঁরা ‍‘জুলাই মঞ্চ’ তৈরি করে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল আংশিক ব্যাহত হয়।

আন্দোলনকারীরা দাবি তুলেছেন, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা।

আন্দোলনকারীদের ভাষ্য, ‘জুলাই’ কেবল একটি মাস নয়, এটি এখন প্রতিরোধের প্রতীক। এই আন্দোলনকে কোনো দলের ব্যানারে হারিয়ে যেতে দেওয়া যাবে না।’ তাঁরা আরও বলেন, আহত অবস্থায় বেঁচে থাকলেও আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

আওয়ামী লীগকে ‘ভারতের রাজাকার’ আখ্যা দিয়ে বক্তারা বলেন, “নাটক নয়, বাস্তবিক আইন প্রয়োগের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করতে হবে। শুধু ঘোষণা নয়, তার বাস্তব রূপ চাই।”

আন্দোলনকারীরা আহতদের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি ঘোষণা এবং বাস্তবায়নের দাবিও জানিয়েছেন। পাশাপাশি রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ ঘোষণা চান তাঁরা।

এ বিষয়ে এক আহত বলেন, “আমাদের দাবিগুলো রাজনৈতিক নয়, মানবিক। আমাদের শরীরে গুলি লেগেছে, তবুও রাজপথ ছাড়িনি। যতদিন না দাবির বাস্তবায়ন হয়, ততদিন সরে যাওয়ার প্রশ্নই আসে না।”

এর আগে শনিবার রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে জানান, “আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব, আন্দোলনকারীদের নিরাপত্তা এবং সাক্ষীদের সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।”

এদিকে আন্দোলনের কারণে শাহবাগ ও এর আশপাশে যানজট দেখা দেয়। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, “জনদুর্ভোগ সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু নিজেদের অধিকারের জন্য শান্তিপূর্ণ অবস্থান করতেই হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ধানমন্ডি থেকে গ্রেফতার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার...

আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না: অভিনেতা আরিফিন শুভ

ভারতের এক ক্যাফেতে বসে নিরুত্তাপ কণ্ঠে চিত্রনায়ক আরিফিন শুভ বলেছেন, “আমি সম্পূর্ণভাবে অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না।” 'মুজিব' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের পর...

জনপ্রিয়

অপরাধ

জুলাই আন্দোলনে আহত এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে জীবনযুদ্ধের লড়াইয়ে থাকা এনাম সিদ্দিকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুরুতর আহত যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের এই...

ঢাকার প্রধান সড়কে আর অটোরিকশা চলতে দেওয়া হবে না : ডিএনসিসি

ঢাকার মূল সড়কগুলোতে আর কোনো রিকশা চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, রিকশাগুলো চলবে...

জুলাই আন্দোলনে আহত এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে জীবনযুদ্ধের লড়াইয়ে থাকা এনাম সিদ্দিকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুরুতর আহত...

ঢাকার প্রধান সড়কে আর অটোরিকশা চলতে দেওয়া হবে না : ডিএনসিসি

ঢাকার মূল সড়কগুলোতে আর কোনো রিকশা চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

পাকিস্তানপন্থি’ ট্যাগ দিয়ে জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে : হেফাজতে ইসলাম

বাংলাদেশে 'পাকিস্তানপন্থি' বলে কোনো মতাদর্শ বা গোষ্ঠী নেই বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা...

শেরপুরে মামলা তুলে নিতে তরুণীকে আটকে রেখে মারধর

বগুড়ার শেরপুর উপজেলায় পূর্বের নারী ও শিশু নির্যাতন মামলার...

মানবিক করিডর নিয়ে সরকার অন্ধকারে রেখেছে দেশবাসীকে: মেজর হাফিজ

মানবিক করিডর ইস্যুতে সরকার জনগণকে অন্ধকারে রেখেছে বলে মন্তব্য...